হেলিকপ্টারে চড়ে মুন্সিগঞ্জের মাহফিলে এসেছেন আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানিসাইয়্যিদ মাহমুদ মাদানি

হেলিকপ্টারে চড়ে মুন্সিগঞ্জের মাহফিলে এসেছেন আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি। তাকে দেখতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সদর উপজেলায় মাদানি কমপ্লেক্সের আয়োজনে সহিহ ঈমান-আমল গঠন ও আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে বুধবার দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে এসে উপজেলার পূর্বরাখি হাফিজ নগর মাদানি কমপ্লেক্সে আয়োজিত মাহফিলে বয়ান করেন তিনি।

মুফতি হাফিজুদ্দীনের সভাপতিত্বে মাহফিলে আরও বয়ান করেন মাওলানা মাহমুদ মাদানির বাবা ও ভারতের প্রখ্যাত আলেম সাইয়্যিদ আসআদ মাদানি ও দেশবরেণ্য আলেমরা। পরে ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও জোহর নামাজের পর বয়ান দেন মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি।

সাইয়্যিদ মাহমুদ মাদানিকে দেখতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে

প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্ল্যাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে। মাওলানা মাহমুদ মাদানি ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সায়্যিদ হুসাইন আহমদ মাদানির দৌহিত্র ও সাইয়্যিদ আসআদ মাদানীর ছেলে।

ব.ম শামীম/এএম