নজর কাড়ছে আলপনামাখা সড়ক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলপনার রঙে রঙিন করা হচ্ছে রংপুরের চারটি সড়ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলপনার রঙে রঙিন করা হচ্ছে রংপুরের চারটি গুরুত্বপূর্ণ সড়ক। বুধবার (২৪ মার্চ) দুপুর ১টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়ক, কালেক্টরেট সুরভি উদ্যান, টাউন হল চত্বর ও স্টেডিয়াম সড়কে একযোগে আলপনা আঁকাআঁকি শুরু হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই রংতুলির ছোঁয়ায় প্রতিটি সড়ক হয়ে উঠে দৃষ্টিনন্দন।
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’ এর ব্যবস্থাপনায় ‘রঙে রঙিন রংপুর’ শিরোনামের এই উৎসবে শতাধিক চারুশিল্পী ও স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। মাঝরাতের মধ্যেই আলপনার পুরো কাজ শেষ হবে বলে জানান আয়োজকরা।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, দুপুর থেকে আলপনার কাজে অংশ নেওয়া চারুশিল্পী ও স্বেচ্ছাসেবীরা মুখে মাস্ক পরে সড়কের বুকে রংতুলির ছোঁয়ায় আঁকাআঁকি করছেন। আলপনা উৎসব দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরিবারের সঙ্গে শিশুসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও আলপনা দেখতে আসেন।
উই ফর দেম এর প্রতিষ্ঠাতা জীবন ঘোষ জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংগ্রামের সঙ্গে রাজপথের সম্পর্ক নিবিড়। রংপুরেও এর ব্যতিক্রম নয়। ইতিহাসের অংশ হয়ে থাকা গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে নগরীর চারটি সড়কে আলপনা আঁকা করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আলপনার রঙে রঙিন রংপুর করার উদ্যোগ থেকে এসব করা হচ্ছে।
বিজ্ঞাপন
চারুকলা একাডেমির পরিচালক আহসান আহমেদ বলেন, আলপনা আঁকার জন্য নির্ধারণ করা চার সড়কের সঙ্গে আমাদের বিভিন্ন আন্দোলনের ইতিহাসের সম্পর্ক রয়েছে। আমরা আলপনার রঙে মহান মুক্তিযুদ্ধের আবেগ, স্মৃতি ও শোককে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস, নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্বতার গল্পকে আলপনার রঙে জানানো সম্ভব।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাবধানতা অবলম্বন করে আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে। রংপুুুর চারুকলা একাডেমির ৩৫ জন এবং উই ফর দেম-এর ৬০ স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছেন। ৪ সড়কের প্রত্যেক অংশে লম্বায় ১২০ ফিট এবং প্রস্থ ১৫ ফিট করে আলপনা করা হয়।
জেলা প্রশাসক আসিব আহসান জানান, এর আগেও রংপুরে আলপনা উৎসব করা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে এবার গুরুত্বপূর্ণ চারটি সড়ক আলপনার রঙে রঙিন করার কাজ হচ্ছে। আগামীতে আমরা আরও বড় পরিসরে এ রকম আয়োজন করতে চাই।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর