ফারুক হোসেন মিরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যার আসামি শ্রমিক লীগ নেতা জালাল উদ্দিন আঙ্গুরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ মার্চ) রাতে ঢাকার ধামরাইয়ের ভুবননগর গ্রামের মনোয়ারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে জালাল উদ্দিন আঙ্গুরকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাতে গানের অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার সময়ে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন। পরে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় মিরুকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। 

পরদিন ২ মার্চ দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিরু।

এ ঘটনায় ৩ মার্চ মিরুর ভাই রিয়াজুল করিম বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সিংগাইর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা মো. দুলালকে ১ ও তার বড় ভাই উপজেলা পরিবহন শ্রমিক লীগের নেতা জালাল উদ্দিন আঙ্গুরকে ২ নম্বর আসামি করা হয়।

এজাহারভুক্ত আসামি ইমরান মোল্লা (২০), ইমান আলী (৩০) এবং সোহান মোল্লাকে (১৭) ৩ মার্চই গ্রেফতার করে পুলিশ। পরের দিন আসামিদের আদালতে পাঠানো হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এরপর ১৯ মার্চ এ হত্যা মামলার অপর দুই আসামি কাজী কাউছার (১৮) ও হাবিবুল্লাহ রাকিব (১৮) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগ নেতা মিরু হত্যা মামলার আসামি সিংগাইর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আঙ্গুরকে গ্রেফতার করা হয়। এ হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

সোহেল হোসেন/এমএসআর