চট্টগ্রামে পুলিশকে ছুরিকাঘাত, ২ ছিনতাইকারী আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ তারা হলেন— ইমাম হোসেন (৩৫) ও আরাফাত হোসেন (৩৫)।
বিজ্ঞাপন
আহত পুলিশ সদস্যরা হলেন— আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) সুবল কুমার দাশ, উপপরিদর্শক (এসআই) ঈসমাইল হোসেন এবং উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাশ।
আহত পুলিশ সদস্যরা ও গুলিবিদ্ধ ছিনতাইকারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ইমাম হোসেন ও আরফাত হোসেন আকবর শাহ থানার চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ও আরফাত হোসেনকে ধরতে তাদের পিছু নেন পুলিশ সদস্যরা।
তবে কালীবাড়ির সামনে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরি চালায় তারা। পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে দুই ছিনতাকারী গুলিবিদ্ধ হন।
আকবর শাহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ ২ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) হুমায়ন কবির বলেন, ইমনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাই, অস্ত্র, ডাকাতির অভিযোগে ১৪টি মামলা রয়েছে। আরাফাতের বিরুদ্ধে একটি রয়েছে।
এমএসআর