জয়পুরহাটে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ

মাদকদ্রব্য, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ডিজিটাল ভায়োলেন্স, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ রোধকল্পে জয়পুরহাটে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫টায় কালাই থানার আয়োজনে উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‌‘আমি অনলাইন নিউজপোর্টালে দেখেছি এই এলাকার মানুষের অঙ্গ বিক্রি করে চলতে হয়। আমার তো এখানে এসে দেখে মনে হয়নি, আপনারা এত গরিব। এখানে কালাই উপজেলার কোনো লোক আছেন, যে রাতে না খেয়ে ঘুমান? যদি না খেয়ে থাকেন, তাহলে কেন হবে এটা?’

সমাবেশে এলাকাবাসী

তিনি আরও বলেন, ‘আপনারা অত্যন্ত কমলমতি হৃদয়ের ও সহজ-সরল মানুষ। অসাধু চক্র আপনাদের বিভ্রান্ত করেছে। আপনারা লোভের ফাঁদে পা ফেলেছেন। যদি এ রকম চক্র থেকে থাকে, তাহলে তাদের স্থান হবে কারাগারে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’

তিনি বলেন, ‘চারপাশের অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করে আপনাদের বিভ্রান্ত করে থাকেন। আপনারা গুজবে বিশ্বাস করবেন না। আপনারা তাদের কথা আমাদের বলবেন।’

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার প্রমুখ।

চম্পক কুমার/এমএসআর