পাটুরিয়া ফেরিঘাট

আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। লকডাউনের খবরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চের প্রায় ২১ জেলার যাত্রী ও যানবাহনের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। স্বাভাবিক সময়ে প্রতিদিন এই রুট ব্যবহার করে দেড় থেকে ২ হাজার যানবাহন।

রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ঢাকা পোস্টকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এখন স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী ট্রাক, ৪০টি বাস পারাপারে অপেক্ষমাণ রয়েছে।

তিনি বলেন, নৌরুটে ছোট বড় মিলে মোট ১৭টি ফেরি রয়েছে। এরমধ্যে শাহ আলী ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। তবে আগামীকাল থেকে সারাদেশে লকাডাউন শুরু হবে। অফিস আদালত ছুটি হওয়ার পরে এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোহেল হোসেন/এমএসআর