সামরিক প্রশিক্ষণের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ‌‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’র উদ্বোধন করা হয়েছে। বহুমাত্রিক এই সামরিক অনুশীলনে ১১টি দেশের প্রতিনিধি যোগদান করেন।

রোববার (৪ এপ্রিল) সকালে সামরিক প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার কেএম আসাদুল হকসহ কর্মকর্তারা।

অনুশীলনে যোগদান করেন ১১টি দেশের প্রতিনিধি

জানা গেছে, বিশ্ব শান্তি বজায় রাখতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণে অংশগ্রহণকারী দেশসমূহ পারস্পরিক জ্ঞান এবং প্রযুক্তিগগত তথ্য বিনিময়ের মাধ্যমে একটি সহযোগী কাজের তৈরির মাধ্যমে প্রশিক্ষণের লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে।

প্রশিক্ষণে সামরিক অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কর্তৃক ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জামাদি ও মিলিটারি গ্যাজেটসমূহ সমরাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে নারী সদস্যদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে।

এই অনুশীলন বহির্বিশ্বে বাংলাদেশের সুনামকে বহুলাংশে বৃদ্ধি করবে। সামরিক প্রশিক্ষণটি আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অভ‌িজিৎ ঘোষ/এমএসআর