আটক জাহিদুল ইসলাম

লালমনিরহাটের আদিতমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৩) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল ইসলাম। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করে পুলিশ।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।

নিয়াজ আহমেদ সিপন/এসপি