নিহত রুবেল দে

ফেনীতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে রানীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত রুবেল দে (৩৫) চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার জামালপুর গ্রামের শংকর দে’র ছেলে। তিনি চট্টগ্রামের একটি প্রাইভেট কোম্পানির প্রকৌশলী। তার স্ত্রী সনজিতা রায় চৌধুরী ছাগলনাইয়া উপজেলা আইসিটি রিসোর্স সেন্টার ফর এডুকেশনের সহকারী প্রোগ্রামার। তিনি স্ত্রীকে নিয়ে শহরের মাস্টারপাড়ায় থাকতেন। তাদের ২০১৮ সালে বিয়ে হয়। তাদের এক ছেলেসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে ছাগলানইয়ামুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী রুবেল দে। সংঘর্ষের পর মাইক্রোবাসচালক ও যাত্রীরা পালিয়ে যান।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনগত ব্যবস্থঅ নেওয়া হবে।

হোসাইন আরমান/এএম