বগুড়ায় করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে আক্রান্তের সঙ্গে বেড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন, একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭ জন। বুধবার (২৮ এপ্রিল) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৩টি নমুনার ফলাফলে নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭ জন। তবে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্ত ৩৩ জনের মধ্যে সদরের ৩০ জন, সারিয়াকান্দিতে দুজন এবং অপরজন শিবগঞ্জের বাসিন্দা। এর আগের দিন জেলায় ২৭৭ নমুনায় ৩১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।
বিজ্ঞাপন
ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, ২৭ এপ্রিল জেলায় ২৭৭টি নমুনার মধ্যে ২১৩টি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৩১ জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ১১টি নমুনায় দুজনের পজিটিভ এসেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৭৮৫ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৫২৫ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯১ জনেই অপরিবর্তিত রয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৭০ জন।
বিজ্ঞাপন
সাখাওয়াত হোসেন জনি/এএম