অনুমোদনহীন সেমাই কারখানা বন্ধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চলা অনুমোদনহীন একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়াড়ি গ্রামে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

জানা গেছে, ভাই ভাই প্রোডাক্টস নামে একটি কারখানায় সেমাই ও চানাচুর উৎপাদন করে বিপণন করে আসছিলেন ওই গ্রামের আবদুল হামিদের ছেলে সাগর মিয়া। কিন্তু কারখানাটির অনুমোদন ছিল না।

বাড়ির উঠান, বসবাস করার কক্ষগুলোকে সেমাই তৈরি ও শুকানোর জন্য ব্যবহার করা হচ্ছিল। সেগুলো আঠারবাড়ি ছাড়াও কেন্দুয়া, নান্দাইলের চৌরাস্তাসহ আশপাশের এলাকার দোকানে সরবরাহ করা হতো।

অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সেমাই ও চানাচুর বাজারজাতকরণের খবর জানতে পেরে বুধবার সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বসতবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদন করা হচ্ছিল কোনো ধরনের অনুমোদন ছাড়া। এ কারণে ব্যবসায়ী সাগর মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

উবায়দুল হক/এমএসআর