ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবির দুই সদস্য আটক
আটক দুই জেএমবি সদস্য
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে ভোরে সরাইল উপজেলার শাহবাজপুর থেকে তাদেরকে আটক করা হয়
আটকরা হলেন- শাহবাজপুর এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. ইয়াহিয়া (২২) ও একই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. হুজাইফা সাদ (২০)।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহবাজপুরের দিঘির উত্তরপাড়া এলাকা থেকে ইয়াহিয়া ও হুজাইফাকে আটক করেন র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি উগ্রবাদী বই, দুটি উগ্রবাদী বইয়ের ফটোকপি, চারটি লিফলেট, দুটি মুঠোফোন ও মুঠোফোনের ক্ষুদে বার্তার তিনপাতা ফটোকপি জব্দ করা হয়।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, আটকদের আমরা আগে থেকে পর্যবেক্ষণ করছিলাম। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
আরএআর