শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বগুড়ার শেরপুর উপজেলায় পুত্রবধূর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন শাশুড়ি রোকেয়া বেগম। উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোকেয়া বেগম (৪৮) হাপুনিয়া গ্রামের ফিরোজ আলীর স্ত্রী। বুধবার (০৫ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ধান কাটা শ্রমিকদের খাবার রান্না করা নিয়ে পুত্রবধূর সঙ্গে শাশুড়ি  রোকেয়া বেগমের বাগবিতণ্ডা হয়।

এ সময় ছেলে উপস্থিত থাকলেও প্রতিবাদ করেননি। এতে ক্ষোভ ও অভিমান করে মঙ্গলবার সকালে শয়নকক্ষে গিয়ে বিষপান করেন রোকেয়া। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রামজীবন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সাখাওয়াত হোসেন জনি/এএম