বরিশালে ডায়রিয়ায় দুজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৬৭১
আক্রান্তরা বরিশাল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৫৭ জন আক্রান্ত হলেন। আক্রান্তরা বরিশাল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মৃতরা হলেন পটুয়াখালীর বাউফলের মদনপুরী ইউনিয়নের দিপাশা গ্রামের হাসিনা (৬০) এবং বরগুনার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান আহম্মেদ খাঁ (৯৫)।
বিজ্ঞাপন
বুধবার (০৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি বলেন, বিভাগের ৪০টি উপজেলায় মেডিকেল টিম কাজ করেছে। ২৭টি এলাকা চিহ্নিত করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৪০৫টি মেডিকেল টিম কাজ করছে।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত বরিশাল জেলায় ছয় হাজার ৫১৩ জন, পটুয়াখালীতে ১০ হাজার ২২৫ জন, ভোলায় ১২ হাজার ৪০৫ জন, পিরোজপুরে ছয় হাজার ৫৭ জন, বরগুনায় সাত হাজার ৬২৫ জন, ঝালকাঠিতে পাঁচ হাজার ৪৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত হন। বিভাগে এখন পর্যন্ত ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশালের পাঁচজন, পটুয়াখালীর ছয়জন, ভোলায় একজন এবং বরগুনায় চারজন।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ৪৭ হাজার ৪৩২ জন রোগী সুস্থ হয়েছেন।
সৈয়দ মেহেদী হাসান/এএম