দায়িত্বরত অবস্থায় বাগবিতণ্ডা, দুই পুলিশ সদস্য প্রত্যাহার
বরিশাল পুলিশ সুপারের কার্যালয়
ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। ট্রাফিক পুলিশের পরিদর্শকের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে একজন সার্জেন্ট ও টাউন উপপরিদর্শককে (টিএসআই) প্রত্যাহার করা হয়।
বুধবার (০৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশালের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন সরদার বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন সার্জেন্ট মো. আসাদ ও টিএসআই আইয়ুব আলী আকন।
বিজ্ঞাপন
পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, শনিবার (০১ মে) দুপুরে বাকেরগঞ্জ থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ফিরোজ। একই স্থানে দায়িত্ব পালনের জন্য আসেন সার্জেন্ট আসাদ ও টিএসআই আইয়ুব আলী। এ সময় অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন তারা। তখন ফিরোজের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন সার্জেন্ট আসাদ ও টিএসআই আইয়ুব আলী।
একপর্যায়ে সেখান থেকে চলে গিয়ে ট্রাফিক পরিদর্শক ফিরোজ পুলিশ সুপার কার্যালয়ে সার্জেন্ট আসাদ ও টিএসআই আইয়ুব আলীর নামে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/এএম