সিরাজগঞ্জে যানবাহনের ধীরগতি, চলছে দূরপাল্লার বাস
ঢাকায় যাত্রী আনতে যাচ্ছে দূরপাল্লার বাস
সিরাজগঞ্জের মহাসড়কে অন্যান্য গাড়ির পাশাপাশি দূরপাল্লার বাসও চলছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল এলাকা পর্যন্ত গাড়ির চাপ থাকায় মাঝে মাঝে যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও যানজট দেখা যায়নি। তবে দূরপাল্লার বাস চললেও এর সঠিক কারণ বলতে পারেনি সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ।
সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস ছাড়াও ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ যে যেভাবে পারছেন নাড়ির টানে বাড়ির পানে ছুটছেন। তবে তাদের কাছে শত ভোগান্তিও কিছুই নয়, পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন এতেই আনন্দ।
বিজ্ঞাপন
গাজীপুর থেকে ট্রাকযোগে কড্ডা এসে নামা পোশাকশ্রমিক সানোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, অনেক কষ্টে ৬০০ টাকা দিয়ে কড্ডা আসলাম। তারপরও ছেলে-মেয়ে ও পরিবারের কাছে যাচ্ছি এটা ভেবেই ভালো লাগছে।
নওগাঁ থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার ঢাকা পোস্টকে বলেন, আমরা শুনেছি ৭২ ঘণ্টার জন্য দূরপাল্লার বাস চলার অনুমতি দেওয়া হয়েছে। তাই ঢাকা যাচ্ছি।
বিজ্ঞাপন
এদিকে মহাসড়কে পুলিশের নজরদারি ও কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।
কড্ডা এলাকা থেকে ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল গণি ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে অন্যান্য গাড়ির পাশাপাশি দূরপাল্লার বাসও চলাচল করছে। তবে বেশিরভাগ গাড়িই শ্রমিক বহন করছে। আবার অনেক বাস ঢাকাগামী, যারা যাত্রী আনতে যাচ্ছে। তবে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে কিনা বলতে পারছি না।
শুভ কুমার ঘোষ/আরএআর