দুর্ঘটনাকবলিত ট্রাক (বামে) মরদেহ পরীক্ষা করে দেখছেন ঈমাম

বান্দরবান শহরের আমতলী পাড়ায় মালবাহী ট্রাকচাপায় নানিসহ দুই নাতনি নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক আহত হন।রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নাজমা বেগম (৫৫) ও তার দুই নাতনি লাবণ্য আক্তার (৪) এবং মুনতাহা আক্তার (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাাম থেকে মালবাহী একটি ট্রাক বান্দরবান যাচ্ছিল। বান্দরবান শহরের আমতলী পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়ানো নাজমা বেগম ট্রাকের নিচে চাপা পড়ে এবং ট্রাকের চালক ও দুই শিশু গুরুতর আহত হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে একজন মারা যান। শিশু দু’জন চট্টগ্রামে হাসপাতালে নেয়ার পর মারা যায়।এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এসপি