ফসলের সঙ্গে এ কেমন আচরণ
পেঁয়াজ, মরিচের গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা
মা, বোন আর দুই ভাইকে নিয়ে জুয়েল ঢালীর সংসার। কৃষি কাজের পাশাপাশি একটি মুদি দোকানের আয়ে চলে তার ছোট্ট সংসার।
লক্ষাধিক টাকা খরচ করে চলতি মৌসুমে ৪১ শতাংশ জমিতে পেঁয়াজ, বেগুন ও মরিচের চাষাবাদ করেছেন। কয়েক দিন পরই ঘরে তুলবেন পেঁয়াজ। গাছে মরিচ ধরতে শুরু করেছে। আর বেগুনের ফলনও শুরু হয়েছে। কিন্তু শত্রুতার জেরে ভেঙে গেছে জুয়েলের স্বপ্ন। শত্রুতা করে পেঁয়াজ, বেগুন এবং মরিচ ক্ষেতের সব গাছ তুলে ফেলেছে দুবৃত্তরা।
বিজ্ঞাপন
রোববার (৩ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের জুয়েল ঢালী ক্ষেতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দেখতে পান তার পেঁয়াজ, বেগুন এবং মরিচ ক্ষেত তছনছ করে ফেলেছে দুর্বৃত্তরা।
জুয়েল ঢালী জানান, তাদের আয়ের উৎস ছিল ওই ৪১ শতাংশ জমির ফসল। পেঁয়াজ, মরিচ এবং বেগুন ক্ষেতে ব্যয় হয়েছে লক্ষাধিক টাকা। কিন্তু শনিবার (২ জানুয়ারি) রাতের কোনো এক সময় তার জমির ফসলগুলো তুলে ফেলা হয়েছে। পারিবারিক বিরোধের সঙ্গে জমির ফসল নষ্ট করার কি সম্পর্ক? জমির ফসলের কি অপরাধ।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, বাবা দ্বিতীয় বিয়ে করায় সৎ মায়ের সঙ্গে তাদের তেমন বনিবনা হচ্ছিল না। দীর্ঘদিন ধরেই সৎ মায়ের সঙ্গে বিরোধ চলছে। বিরোধের জের ধরে সৎ মা এ ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় রোববার শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন জুয়েল ঢালী।
শিবালয় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমারত হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জুয়েল ঢালীর ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসপি