৭৫ ড্রাম চিংড়ি রেণু জব্দের পর পদ্মায় অবমুক্ত
আটক পাঁচজন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকা থেকে ৭৫ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ সময় পোনাসহ ৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের পদ্মা সেতু স্টেশনের একটি দল।
রোববার (২৩ মে) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি জানান, রোববার মধ্যরাতে পদ্মা সেতু কম্পোজিট স্টেশন মাওয়ায় অভিযান চালিয়ে শিমুলিয়াঘাট এলাকায় দুইটি মিনি ট্রাক থেকে ৭৫টি ড্রামে রাখা ১৫ লাখ গলদা রেণু পোনাসহ ৫ জন ব্যবসায়ীকে আটক করে।
বিজ্ঞাপন
জানা যায়, আটকরা হলো রিয়াজ (৪০), জাহিদ (৫৫), মুরাদ উদ্দিন (৪৫), জহির (৪৫) এবং আবিদ (৪০)। পরবর্তীতে জব্দ মিনি ট্রাক ও আটক অসাধু ব্যবসায়ীদের উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর এবং পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
বম শামীম/এমএসআর
বিজ্ঞাপন