বাগেরহাটে ২২তম ডিসির যোগদান
বাগেরেহাটে ২২তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন উপসচিব মুহাম্মদ আজিজুর রহমান। রোববার (২৩ মে) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে রোববার (১৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা আ ন ম ফয়জুল হককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মুহাম্মদ আজিজুর রহমানকে বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
তানজীম আহমেদ/এমএসআর
বিজ্ঞাপন