আটক আইনজীবী মিজানুর রহমান বিপ্লব

যশোরের শার্শায় ২২ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান বিপ্লব নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার টেংরা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আইনজীবী মিজানুর রহমান বিপ্লব যশোর শহরের স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে যাচ্ছে। তাৎক্ষণিক উপজেলার টেংরা মোড় এলাকায় গিয়ে ওই ব্যক্তির গতিরোধ করা হয়। এ সময় তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার (৬ জানুয়ারি) যশোর আদালতে পাঠানো হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বিপ্লব এর আগেও মাদকসহ আটক হয়েছিলেন। তিনি জেলও খেটেছেন সেই বার। বছরখানেক আগে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তার বিষয়ে আবার পদক্ষেপ নেবে সমিতি।

এসপি