রাজবাড়ীর রাজা, ওজন ৩০ মণ
নাম তার রাজবাড়ীর রাজা। বয়স ৪ বছর। ওজন প্রায় ৩০ মণ। রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউপির ভবদিয়া গ্রামের মো. মোকলেছুর রহমানের দেশ ডেইরি অ্যান্ড গোট ফার্মে ষাড়টি পালিত হয়েছে।
শনিবার (০৫ জুন) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ মেলায় ষাড়টি (রাজবাড়ীর রাজা) প্রদর্শনের জন্য আনা হয়।
বিজ্ঞাপন
ট্রাকে করে মেলা প্রাঙ্গণে গরুটিকে আনা হয়। তীব্র গরমে গরুটি হাঁপাচ্ছিল। ফলে গরুর মালিকসহ ৫-৭ জন হাত পাখা দিয়ে গরুটিকে বাতাস করছেন। সে সময় অতিথিসহ উপস্থিত জনগণ বিশাল গরুটি দেখতে ভিড় করেন ট্রাকের চারপাশে।
ষাড়ের মালিক মোকলেছুর রহমান ঢাকা পোস্টকে জানান, তার খামারে প্রায় ৪ বছর ধরে এ ষাড়টি লালন-পালন করা হচ্ছে। বর্তমানে যার ওজন প্রায় ৩০ মণ। বিশাল আকৃতির গরু হওয়ায় নাম দিয়েছেন রাজবাড়ীর রাজা। আজ ষাড়টি প্রদর্শনের জন্য এনেছেন। প্রতিদিন গরুটির পেছনে তার প্রায় ৫শ টাকা খরচ হয়। এ বছর কোরবানির ঈদে গরুটি বিক্রির আশা করছেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বর্তমানে তার খামারে আরও বেশ কয়েকটি গরু আছে। তবে সেগুলো ছোট।
দিনব্যাপী প্রদর্শনী মেলায় সদর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারি ও উদ্যোক্তাদের নিয়ে আসা বড় বড় পশু, পাখিসহ বিভিন্ন উন্নতজাতের প্রযুক্তির উপকরণে ৩০টি স্টল স্থান পায়। প্রদর্শনী শেষে সেরা স্টলদাতাকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রদর্শনী মেলার আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খায়ের উদ্দিন বলেন, বিশাল আকারের এ ষাঁড়টিকে সব সময় নজরদারিতে রাখা হয়েছে। উন্নত জাতের এ গরুটি কালো রংয়ের ফ্রিজিয়ান ক্রোচ জাতের। প্রাকৃতিক উপায়েই ষাঁড়টি লালন-পালন করেছেন খামারি মালিক মোকলেছুর রহমান।
মীর সামসুজ্জামান/এসপি