চুয়াডাঙ্গায় বজ্রপাতে কোরবান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কোরবান আলী আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের সর্দারপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দীন বলেন, কোরবান আলী প্রতিদিনের মতো দিনমজুরের কাজ শেষে বিকেলে বাড়ি ফেরেন। পরে লিজ নেওয়া জমিতে করা কচুখেতে সার দিতে যান তিনি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য কৃষকরা তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, কোরবান আলী এক ছেলে ও এক মেয়ের বাবা। ছেলে বড় হলেও মেয়ের বয়স চার বছর। রাত সাড়ে ১০টার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আফজালুল হক/এসএসএইচ