৩০০ অসহায় দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সাতক্ষীরা র‌্যাব

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩০০ অসহায় দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সাতক্ষীরা র‌্যাব ক্যাম্প। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১টায় শহরের মিলবাজার এলাকায় র‌্যাব ক্যাম্পে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা র‌্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. বজলুর রশীদ, কোম্পানি সিনিয়র ডিএডি এসএম ফরহাদ হাসান, ডিএডি নজরুল ইসলাম, জিয়াউল হক, মিজানুর রহমান, আব্দুর রহিম, এসআই আলমাছ মিয়া, এসআই রেজাউল করিম, কোম্পানি সিএসআই সাইদুর রহমান, অফিস সহকারী ঝন্টু মিয়াসহ আরও অনেকে।

শীতবস্ত্র বিতরণকালে সাতক্ষীরার র‌্যাব ক্যাম্পের সিনিয়র এএসপি মো. বজলুর রশীদ বলেন, মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে ৩০০ দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে দুস্থদের পাশে দাঁড়ানো হচ্ছে। সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন যারা শীতবস্ত্রের অভাবে কষ্টে রাত্রিযাপন করেন। আমাদের সকলকে দুস্থদের পাশে দাঁড়াতে হবে।

এসপি