সাভার পৌর নির্বাচন উপলক্ষে বিএনপির গণসংযোগে হামলা

ঢাকা জেলার সাভার পৌর নির্বাচন ঘিরে বিএনপির গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সাভারের ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

বিএনপির মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাজী রেফাত উল্লাহ বলেন, আমরা পৌর নির্বাচন ঘিরে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে সঙ্গে নিয়ে সকাল থেকে গণসংযোগ করছিলাম। রেডিও কলোনি থেকে শুরু করে বনপুকুর, আড়াপাড়া ও বাজার রোডে গণসংযোগ করে ব্যাংক কলোনিতে আসার সঙ্গে সঙ্গেই দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় আমার কয়েকজন নেতাকর্মী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমার লোকজন ছত্রভঙ্গ হয়ে গেলে গণসংযোগ বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনোনীত সাভার পৌর মেয়র আব্দুল গণির ছেলে তুষারের নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিন্তু হামলার ঘটনায় অনেক লোকজনের ভেতরে তাকে আমি দেখি নাই।

আওয়ামী লীগ মনোনীত সাভার পৌর মেয়র আব্দুল গণির ছেলে শাহিন বলেন, তাদের অভ্যন্তরীণ কোন্দল আছে। তারা নিজেরাই ধাক্কাধাক্কি করে আওয়ামী লীগের সমর্থকদের দোষারোপ করেছেন। 

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা জানা নাই। কোনো অভিযোগও আসেনি।

এমএসআর