ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন এবং সুস্থ হয়েছেন আরও ২৬ জন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তি বগুড়া সদরের চেলোপাড়া এলাকার শচীন্দ্রনাথ সরকার (৮০)। তিনি বুধবার (৬ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বুধবার জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের প্রাণহানি ঘটে। 

তিনি আরও বলেন, ৬ জানুয়ারি জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১১০টি নমুনায় ৮ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৯টি নমুনায় ৪ জনের পজিটিভ আসে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্ত ৯ হাজার ৬৫৩ জন এবং সুস্থ  হয়েছেন ৮ হাজার ৯১১ জন। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৩৩ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৫০৯ জন।

এসপি