কক্সবাজারের চকরিয়ায় ভুয়া পাসপোর্ট ও এনআইডি তৈরিসহ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ওসমান গণি (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় সাতটি ভিন্ন নামে ভুয়া পাসপোর্ট, সাতটি এনআইডি কার্ড, একটি জন্মসনদ এবং অনৈতিক কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিলমোহর উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ জুন) বিকেলে কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ওসমান গণি কক্সবাজারের চকরিয়া থানাধীন শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা দক্ষিণপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসমান গণিকে আটকের পর তার বসতঘর তল্লাশি করে নকল পাসপোর্ট, এনআইডি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিলমোহর জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মুহিববুল্লাহ মুহিব/আরএআর