ফাইল ছবি

নওগাঁর সাপাহার উপজেলায় ছেলের লাঠির আঘাতে সাহানা বেগম (৪৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার  (০৮ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার উপজেলার মানিকুড়া গ্রামে মাকে পিটিয়ে আহত করেন ছেলে আরিফ (২২)। তিনি ভ্যানচালক। আরিফ উচ্ছৃঙ্খল ও অলস প্রকৃতির হওয়ায় একদিন ভ্যান চালিয়ে দুদিন বসে খান।

এ নিয়ে মাঝেমধ্যে মায়ের সঙ্গে ঝগড়া হয় ছেলের। বৃহস্পতিবার রাতে ছেলেকে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতে নিষেধ করেন মা। এতে মায়ের ওপর চড়াও হন আরিফ।

ক্ষিপ্ত হয়ে মা সাহানা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে রক্তাক্ত হন মা। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আরিফ পালিয়ে যান।

মাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় প্রতিবেশীরা। চিকিৎসক মায়ের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ছেলে আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এএম