বগুড়ায় করোনায় আরও ৪ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন আরও ২৭ জন। গত আটদিনে জেলায় ২৮ জনের প্রাণ নিয়েছে করোনা।
গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন- বগুড়া সদরের পান্না (৫৫) ও খালিদ (৫২), শেরপুর উপজেলার জয় খান (৫৫) এবং নওগাঁ জেলার আব্দুর রাজ্জাক। এদের মধ্যে পান্না ও খালিদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং জয় ও আব্দুর রাজ্জাক মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৩ জুন) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮২ জনের নমুনার ফলাফলে নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৭ জন। নতুন আক্রান্ত ৬২ জনের মধ্যে সদরের ৪৭ জন, আদমদীঘির সাতজন, ধুনটের পাঁচজন, নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুর উপজেলার একজন করে আক্রান্ত হয়েছেন।
ডা. তুহিন জানান, এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৭৩ জন। এছাড়া নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫৭ জনে দাঁড়িয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪২৪ জন।
বিজ্ঞাপন
সাখাওয়াত হোসেন জনি/আরএআর