ঠাকুরগাঁওয়ে ১ হাজার ১০০ হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এই শীতে গরম পোশাকের অভাবে শীত সহ্য করেন, এমন মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় শীতার্ত মানুষের পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতা ও ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের বড় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

হাতে কম্বল পেয়ে আনন্দিত আহম্মদ আলী বলেন, কিছুদিন ধরেই আমাদের জেলায় শীত বেশি। বর্তমান দিনে কিছুটা কম থাকলেও ভোর রাতে ঠান্ডা লাগে। আজ আমাদের মতো এমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ। ধন্যবাদ জানাই তাদের।

আম্বিয়া খাতুন নামের আরেকজন বলেন, শীত আসলেই কষ্টের যেন শেষ নাই। একটা কম্বলেল তানে মানুষের কাছে ছুটিতে লাগে। এহন আমারে ডাইকা দিল কম্বল। এতে খুব ভালো লাগছে। এই কম্বল গায়ে দিয়ে ঘুমাব। শীতের কষ্টটা দূর হবে।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামসহ কেন্দ্রীয় নেতারা ও জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এনএ