বাড়িওয়ালার সহযোগিতায় নারীকে দলবেঁধে ধর্ষণ
ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতে নেয় পুলিশ
সাভারের আনন্দপুরে নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণ ও ধর্ষণ সহযোগিতার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুজন পলাতক রয়েছেন।
শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে আনন্দপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুরের কচুয়া থানার চান্দিয়াপাড়া গ্রামের মিলন হোসেনের ছেলে সুমন হোসেন (২৪), বগুড়ার আদমদিঘী থানার ছোট আকিরা গ্রামের আকবর হোসেনের মেয়ে ও সুমন হোসেনের স্ত্রী নিলুফা আক্তার (২১), বরিশালের মেহেন্দীগঞ্জ থানার ব্হেরচর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফিরোজ তালুকদার (৩৬), সাভারের আনন্দপুর এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে রুবেল হোসেনের (৪০)। এদের তিনজন সাভারের আনন্দপুর এলাকার রুবেল হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।
ভুক্তভোগীর জানান, পাঁচ মাস আগে রুবেলের বাড়ির চারতলার ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নেন। একই বাড়িতে আসামিরা থাকেন। এ সুবাদে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠায় বাসায় যাতায়াত করতেন আসামিরা।
বিজ্ঞাপন
বাড়ির মালিক রুবেলের পরিচিত দুই ব্যক্তি নানা সময়ে ওই নারীকে কুপ্রস্তাব দিতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির মালিক ও কেয়ারটেকার তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় বাড়ির মালিক ও কেয়ারটেকারের সহযোগিতায় রুবেলের পরিচিত দুই ব্যক্তি পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন।
বিষয়টি কাউকে জানালে ওই নারীকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান বাড়ির মালিক ও তার পরিচিত ব্যক্তিরা। সন্ধ্যায় সাভার থানায় মামলা হলে রাতেই তাদের গ্রেফতার করে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করেছেন। বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
এএম