ভোলায় দুপক্ষের বিরোধে প্রাণ গেল দিনমজুরের
ভোলায় চর দখল নিয়ে দুই পক্ষের বিরোধে নরুল ইসলাম কেন্টু (৬৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার মেঘনার গাজিপুর চরের শেষ মাথা মধুপুর বৈরাগির চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নরুল ইসলাম পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার আমিন বেপারীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলায়েত পাটোয়ারী (৬৫), আলী হোসেন (৫৫), মনসুর তালুকদার (৩৮), আলমগীর হোসেনসহ (৪০) ৭ জনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয় মাছ ব্যবসায়ী মোসারের বলেন, প্রতিদিনের মতো সকাল ৮টায় একা কেন্টু বেপারি বৈরাগীর চরে জমিতে চাষাবাদ করতে যায়। দুপুর ১২টার সময় চর থেকে ফোন আসে কেন্টু বেপারির ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কেন্টু বেপারির ছেলে ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা কেন্টু বেপারিকে কাদামাটিতে পড়ে থাকতে দেখতে পায়।
তিনি আরও বলেন, স্থানীয় লালমিয়া ও কামাল মিয়া গ্রুপের চর দখল নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে কামাল মিয়ার দিনমজুর কেন্টু বেপারি ওই চরে ধান রোপণের জন্য গেলে লালমিয়ার লোকেরা বাঁধা দেন। একপর্যায়ে কেন্টু বেপারিকে কাদামাটিতে চুবিয়ে ধরেন। এতে কেন্টু বেপারি মারা যান।
বিজ্ঞাপন
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল রহমান জানান, গাজিপুর চরে হামলায় কেন্টু বেপারির নামে একজন নিহত হয়েছেন। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসআর