বাবা-মাকে খুঁজছে চিকিৎসাধীন কিশোরী তানিয়া আক্তার। গত তিনদিন ধরে সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ৪নং বেডে ভর্তি। গত মঙ্গলবার তাকে পথচারীরা অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

সোনারগাঁ উপজেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সজিব রায়হান জানান, গায়ে জ্বর নিয়ে ১৪/১৫ বছর বয়সী তানিয়া নামের এ কিশোরী গত মঙ্গলবার উপজেলা পরিষদের আশপাশের সড়কে ঘুরাঘুরি করছিল। এ সময় পথচারীরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে নেয়। তার মানসিক সমস্যা রয়েছে বলে আমাদের মনে হয়েছে।

কিশোরী তানিয়ার সেবাদানকারী সেবিকা আমেনা বেগম জানান, আমাদের বলেছে বাবা-মায়ের দ্বন্দ্ব থাকায় সে তার দাদির সঙ্গে থাকতো। দাদিও তাকে আর ভরণপোষণ দিতে না পারায় বাড়ি থেকে বের করে দেয়। তার বাড়ি নোয়াখালী এলাকায়। তবে সে তার বাবা ও মায়ের নাম বলতে পারছে না।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, তানিয়া আক্তারের অভিবাবক না থাকায় আমরা উপজেলা সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। সঠিক অভিভাবক পেলে সেখানে পাঠিয়ে দেয়া হবে।

শেখ-ফরিদ/এমএএস