রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৩ জন, দিনাজপুরে ২, রংপুরে ১ এবং লালমনিহাটের ১ জন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭৪ জনে পৌঁছেছে।

একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ৮৪৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১০০ জন। বিভাগে বর্তমানে করোনা শনাক্ত হওয়ার সংখ্যা ২৩ হাজার ৪৬২ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৭ জন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৮৫। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুন) বিভাগের আট জেলার ২ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হওয়া ৮৪৩ জনের মধ্যে দিনাজপুর জেলার ৪৮৩ জন, ঠাকুরগাঁওয়ের ১৮৮, রংপুরের ৫৩, নীলফামারীর ৩৮, কুড়িগ্রামের ২৪, পঞ্চগড়ের ৩৩, গাইবান্ধার ১৯ এবং লালমনিরহাটের ৫ জন রয়েছে।

বর্তমানে দিনাজপুুরে করোনায় ৭ হাজার ৮০০ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৭২ জনে রয়েছে। রংপুরে ৫ হাজার ৪৯৪ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৮ জনের। ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৭২০ আক্রান্ত ও ৬৫ জনের মৃত্যু, গাইবান্ধায় ১ হাজার ৯২৪ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও নীলফামারীতে ১ হাজার ৭৩৫ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রামে ১ হাজার ৫৩৪ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৩১৬ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু এবং পঞ্চগড়ে ৯৩৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর