হাসি ফুটল আলতাফ হোসেনের মুখে
মাথা গোঁজার ঠাঁই পেয়ে হাসি ফুটেছে আলতাফ হোসেনের মুখে
কেউ দিলেন অর্থ কেউ দিলেন শ্রম; সবার সহযোগিতায় তৈরি হলো হতদরিদ্র আলতাফ হোসেনের ঘর। চরম বিপদে মাথা গোঁজার ঠাঁই পেয়ে হাসি ফুটেছে আলতাফ হোসেনের মুখে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যদের স্বেচ্ছাশ্রমে আলতাফ হোসেনের জন্য ঘর তৈরি করা হয়। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ঘর তৈরির কাজ।
বিজ্ঞাপন
অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য ভৈরব নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ, ঝরেপড়া শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা করা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বিনামূল্যে অসুস্থ রোগীদের রক্তদানসহ নানা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে শিকড় সমাজকল্যাণ সংস্থা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিকড় সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং এবলুম বাংলার সহযোগিতায় ৩৫ হাজার টাকা ব্যয়ে হতদরিদ্র আলতাফ হোসেনের জন্য ঘর তৈরি করা হয়। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামের গৃহহীন আলতাফ হোসেনকে ঘরটি উপহার দেওয়া হয়।
বিজ্ঞাপন
আলতাফ হোসেনকে ঘর উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ ও মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মঈন উদ্দিন ময়েন।
এএম