কোভিড ডেডিকেটেড হাসপাতাল বাগেরহাট

বাগেরহাটে লকডাউনের ২য় দিনে ১৫৭ নমুনা পরীক্ষায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন একজন।  শনাক্তের হার ৪৬ দশমিক ৪৯ শতাংশ। গত এক দিনের তুলনায় জেলায় আক্রান্তের হার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৫১ জন। মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ জন। শুক্রবার (২৫ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, প্রথমে মোংলাতে সংক্রমণ বাড়তে থাকে। জেলাজুড়ে ৩ সপ্তাহ ধরে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। এখন সংক্রমণ রোধের একটাই উপায় আছে, আর তা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। 

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটে ২য় দিনের মতো লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ড, ট্রাফিক মোড়, সাধনার মোড়, মিঠাপুকুরপাড়সহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট দেখা যায়। জরুরি ছাড়া যেকোনো পরিবহনকে বাড়িতে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশকে।

তানজীম আহমেদ/এমএসআর