কুমিল্লা প্রতিনিধি জানান, সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টায় চান্দিনা উপজেলার বাগুর পশ্চিমপাড়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয় বলে পুলিশ জানায়।

কুমিল্লায় করোনাভাইরাস পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

বান্দরবান প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এখন পর্যন্ত বান্দরবানে ১ হাজার ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন, নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা।

এ ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে এবং অফিস-আদালতে প্রয়োজনীয়সংখ্যক জনবল নিয়ে সীমিত পরিসরে বান্দরবানে শুরু হয়েছে লকডাউন। সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন বাস্তবায়ন করতে মাঠপর্যায়ে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কক্সবাজার প্রতিনিধি জানান, বন্ধুদের নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর স্কুলছাত্র ইসরার হাসনাইনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে নিহতের মরদেহ ভেসে ওঠে বলে জানান ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে এসএ টিভিতে ভিত্তিহীন সংবাদ প্রচার এবং মৌসুমি ফল পরিবহনে এসএ পরিবহন ও অন্যান্য কুরিয়ার সার্ভিসসমূহের লাগামহীন ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন) বেলা ১১টার দিকে শহরের শাপলাচত্বরে সচেতন খাগড়াছড়িবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার ফরিদগঞ্জে ট্রাকচাপায় মজিবুর রহমান নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। সোমবার (২৮ জুন) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার ফকিরপুর গ্রামের আবুল বাসারের ছেলে।

এদিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে সোমবার দুপুরে আছমা বেগম (৩৫) নামের এক নারীর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী তাজু গাজী। নিহতের পরিবারের দাবি আছমাকে হত্যা করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার চাঁদপুর থেকে গণপরিবহন, মার্কেট ও বড় বড় হাটবাজার বন্ধ রয়েছে। শহরে রিকশা ছাড়া কোনো পরিবহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ। এ ছাড়া এক রিকশায় একজনের বেশি উঠতে দেওয়া হচ্ছে না।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলায় ঢিলেঢালা লকডাউনে দোকানপাট ও বিপণিবিতানগুলো খোলা দেখা গেছে। সোমবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি কলেজের সামনে থেকে চকবাজার পর্যন্ত দোকানপাট খোলা ও ব্যাগ কাঁধে শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায়। রিকশা ছাড়া অন্যান্য যান চলাচল নিষেধ থাকলেও ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

রাঙামাটি প্রতিনিধি জানান, আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গ মৈত্রী ইন্টারন্যাশনাল যোগ কাপে অংশ নিয়ে দেশের মধ্যে প্রথম হয়েছেন রাঙামাটির মেয়ে থুইমা মারমা। রাঙামাটি সরকারি মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করা থুইমা মারমার বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলায়। থুইমা মারমা রাঙামাটির হিল ইয়োগা ইনস্টিটিউটের একজন প্রশিক্ষণার্থী।

নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির (৫৫) মরদেহ সোমবার (২৮ জুন) দুপুর ১টায় নিঝুম দ্বীপ ইউনিয়নের ওপরের বাজার এলাকার সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা হয়েছে।

হাতিয়ার নন্দকুমার বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মল্লিকা রানী দাসকে (১৫) অপহরণের ৭ দিন পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধুপপোল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুর সাড়ে ৩টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি আবুল খায়ের। এ ঘটনায় অপহরনকারী আরাফাত হোসেনকে (৩০) আটক করা হয়েছে।

এদিকে জেলার সোনাইমুড়ীতে অপহরণ করে আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে হাসপাতালে কিশোরীর রক্তসংকট দেখা দিলে সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন তাকে রক্ত দেন।

আজিজুল সঞ্চয়/এনএ