বগুড়ায় মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের প্রথম মাসের বেতন ভাতার চেক প্রদান

রাজশাহী বিভাগের আট জেলা রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও চাঁপাইনবাগঞ্জের মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ঘটনা সংক্ষিপ্ত সংবাদে ঢাকা পোস্টে তুলে ধরা হলো-

২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন মারা গেছেন। দেশে করোনার শনাক্তের পর রামেক হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। চিকিৎসাধীন অবস্থায় করোনা ইউনিটে মারা যান এই ২৫ জন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন এদের মধ্যে ৯ জনের করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে রাজশাহী নগরীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নবিষয়ক সেমিনার হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) ভার্চুয়াল এই সেমিনার আয়োজন করে রাজশাহী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। টিটিসির অধ্যক্ষ এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা ইউএনও শিমুল আকতার।

নাটোর প্রতিনিধি জানান, নিখোঁজের একদিন পর নানাবাড়ি গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর থেকে তিন বছরের শিশু তৌহিদের মরদেহ পাওয়া গেছে। পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের পাশে গুমানী নদী থেকে এই মরদেহ উদ্ধার হয়। তৌহিদ খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামের জুয়েল রানার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে জেলায় করোনায় প্রাণহানি দাঁড়াল ১০৮ জনে। ৫৮১ নমুনা পরীক্ষায় ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭৪ জন। করোনা সংক্রমণের হার ১১ দশমিক ৩৫ শতাংশ। মঙ্গলবার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা প্রতিরোধে দুটি বুথ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এর আগে পথচারীদের জন্য দুটি বুথ উন্মুক্ত করা হয়।

এছাড়া শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ইদ্রিশ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ জুন) সকালে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আইড়ামারী কেন্দ্রীয় গোরস্থানে মরদেহ দাফন করা হয়। এর আগে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পাবনা প্রতিনিধি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদীর অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা নাসির আহমেদ (৭৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদী শহরের নুরমহল্লার নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন একজন। নতুন আক্রান্তের হার ৩১ দশমিক ৮৫ শতাংশ। জেলায় করোনা শনাক্ত দাঁড়াল ৪ হাজার ৪০৮ জনে। এরমধ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২ জনে।

এদিকে, সিরাজগঞ্জে হঠাৎ করেই শহররক্ষা বাঁধে ধস শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুর থেকে শহররক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় এ ধস শুরু হয়। মুহূর্তের মধ্যেই বাঁধের প্রায় ১৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজসহ প্রশাসনের কর্মকর্তারা ভাঙনস্থল পরিদর্শন করেন।

এছাড়া মঙ্গলবার (২৯ জুন) সকালে রায়গঞ্জ উপজেলায় দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে পৌরসভার বেতুয়া এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় নিজাম উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ব্রহ্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাতী থেকে রহিমা খাতুন (৬০) নামে এক নারীর মরেদহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। 

অপরদিকে রায়গঞ্জে অশ্লীল শর্ট ফিল্ম ও টিকটক ভিডিও তৈরির দায়ে দুই নারীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিনেমা ও ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ক্যামেরা জব্দ করা হয়। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজিবুল আলম এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।

বগুড়া প্রতিনিধি জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ার তিন হাসপাতালে ৫ জেলার ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫২ জন। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৩৬৮ নমুনার ফলাফলে নতুন করে ১৫২ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৪১ দশমিক ৩০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন। 

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭১২ জন এবং সুস্থতার সংখ্যা দাড়িয়েছে ১২ হাজার ৫৫১ জন। নতুন করে ৭ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৮৬ জন। জেলায় বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭৭৫ জন।

বগুড়া প্রতিনিধি জানান, শহরের মাটিডালী মোড়ে ট্রাভেল ব্যাগে বিশেষভাবে রাখা ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছেন দুই যুবক। ক্রেতাসেজে তাদের গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতাররা হলো নাটোর জেলার সিংড়ার চাঁদপুর কলম গ্রামের মাহবুব আলম (২৮) ও গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর বালুয়া হাসপাতাল এলাকার নাইম ইসলাম (২১)।

এদিকে বগুড়ার কাহালু মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম-মুয়াজ্জিন ও খাদিমদের প্রথম মাসের বেতন ভাতার চেক ইস্যু করেছেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাহান। মঙ্গলবার (২৯ জুন) সকালে তাদের প্রথম মাসের বেতন ভাতার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।

এদিকে, বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ১০ জন ইউপি সদস্য। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জোড়শিমুল উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান শিপনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন তারা। তবে ইউপি সদস্যদের এসব অভিযোগ অস্বীকার করেন চিকাশী ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন।

জয়পুরহাট প্রতিনিধি জানান, লকডাউনে রাস্তায় দায়িত্বপালনকালে ১৪ লাখ ৮৫ হাজার টাকার ট্রেজারি চেক কুড়িয়ে পেয়েছিলেন সদর থানার উপ-পরিদর্শক মিনারুল ইসলাম। মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রধান সড়কের শহীদ ডা. আবুল কাশেম ময়দানের সামনে চেকটি পান মিনারুল। পরে মালিককে খুঁজতে ফেসবুকে পোস্ট দেন তিনি। সেই পোস্ট চেকটির মালিক জয়নাল আবেদীনের চোখে পড়ে। তিনি থানায় গিয়ে সেই চেক নিয়ে যান।

নওগাঁ প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে নওগাঁয়। এ নিয়ে জেলায় নমুনা পরীক্ষায় মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৩৫০। ২৪ ঘণ্টায় ৫৫২টি নমুনা পরীক্ষার বিপরীতে ১১৩ জনের ফলাফল করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২০ দশমিক ৪৭ শতাংশ। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সাপাহারে বজ্রপাতে আয়েশ আলী (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আয়েশ আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের ফজর আলীর ছেলে বলে জানা গেছে। জানা গেছে, সকাল ১০টার দিকে আয়েশ আলী বোয়ালমারী খাড়ি এলাকায় কৃষিকাজের জন্য যান। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

এছাড়া নওগাঁর বদলগাছীতে সোনালী পাহান (১৬) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিশপাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সোনালী ওই গ্রামের বিশ্বনাথ পাহানের মেয়ে। বাবার ওপর অভিমান করে ২৩ জুন বিষপান করে ওই কিশোরী।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর