ঢাকা বিভাগের ২৯ জুনের খবরাখবর
বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা কার্যক্রম চালুর দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে
ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর ও রাজবাড়ী থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল-সন্ধ্যা পর্যন্ত যেসব খবর পাওয়া গেছে সেগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো-
গাজীপুর প্রতিনিধি জানান, আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে মঙ্গলবার ময়মনসিংহ কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
অপরদিকে, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ডুমনী গ্রামে বজ্রপাতে সোলাইমান সিকদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে দিকে ডুমনী গ্রামে এ ঘটনা ঘটে। সোলাইমান ডুমনী গ্রামের দাইমুদ্দিন সিকদারের ছেলে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার ফায়ার সার্ভিসের যৌথ উদ্দ্যোগে কাজ করা হয়।
বিজ্ঞাপন
অপরদিকে, জেলার নড়িয়ায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠেছে। এতে মোস্তাফিজুর রহমান শেখর (৩২) নামে এক যুবককে প্রধান করে চারজনের নামে নড়িয়া থানায় অভিযোগ করেন নিখোঁজের মা।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কিশোরগঞ্জের কটিয়াদীতে মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি'র কটিয়াদী বাসস্ট্যান্ডে শ্রমজীবি, পথচারীদের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে হ্যান্ডমাইকে প্রচারণা চালানো হয়।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩৭ জনের দেহের নমুনা পরীক্ষায় ১৯৩ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস জানায়, ৪৩৭টি নমুনা পরীক্ষায় টাঙ্গাইল সদর উপজেলায় ৭৯ জন, ঘাটাইলে ২৬ জন, কালিহাতীতে ১৮ জন, গোপালপুরে ১৬ জন, দেলদুয়ারে ১৪ জন, ভূঞাপুরে ১৪ জন, মধুপুরে ৮ জন, ধনবাড়ী ৬ জন, মির্জাপুরে ৬ জন, সখীপুর ও নাগরপুর তিনজন করে আক্রান্ত হয়েছে।
অপরদিকে, বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পাশাপাশি দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণার দাবিও জানান তারা।
এছাড়া, জেলার সখীপুরে নারী ইউপি সদস্যের হাত থেকে খেয়াঘাটের টেন্ডারের দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য রেনু আক্তার বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম ওরফে নবু (৫০) ও তার ছেলে লিঙ্কন মিয়াকে (২৫) আসামি করে মামলা দায়ের করেছেন। পরে ছিনতাইয়ের ঘটনায় খেয়াঘাটের ইজারার দরপত্র স্থগিত করেছেন প্রশাসন।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে গঠিত ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক দলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম হান্নান।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জে কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। কঠোর বিধিনিষেধেও মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত জেলায় ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা পজিটিভ আসে।
অপরদিকে, মানিকগঞ্জে যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার ৫নং নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধার শহিদুল ইসলাম সোরহাবকে (৭০) মারধরের অভিযোগ উঠেছে। দুপুরে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর ঘটনার বিবরণ দিয়ে স্মারকলিপি প্রদান করেছে উপজেলার মুক্তিযোদ্ধারা।
শিহাব খান/এমএএস