বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা ও প্রচারাভিযান করা হয়েছে। দুপুরে কোতোয়ালি মডেল থানার আয়োজনে এই কর্মসূচি করা হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নেতৃত্বে নগরীর জিলা স্কুল মোড় থেকে একটি শোভাযাত্রা ও মোটরযান মহড়া বের করা হয়। শোভাযাত্রাটি জেলখানা মোড়, নতুনবাজার, বটতলা ও বাংলাবাজার হয়ে শেষ হয়।

এদিকে বরিশাল বিভাগের ছয় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর চেয়ে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা তিনগুণ। ২৩ জুন থেকে ২৯ জুন (মঙ্গলবার) করোনায় বিভাগে ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু দাঁড়াল ৩০৩ জনে।

এছাড়া জেলার গৌরনদী উপজেলার ১২৮ দুঃস্থ পরিবারের মাঝে ‘হিউম্যান রাইটস রেসপন্স’ খাদ্যসহায়তা করেছে। ইউএনডিপি’র অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশনের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় খাদ্যসহায়তা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় গৌরনদীতে করোনা বিস্তার রোধে সরকারের নির্দেশিত কঠোর লকডাউন বাস্তবায়নে সবার সহায়তার আহ্বান জানান প্রশাসনিক কর্মকর্তারা।

পিরোজপুর জেলা প্রতিনিধি জানান, জেলার মঠবাড়িয়া উপজেলায় হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত পলাতক ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বড় শিংগা গ্রাম থেকে মজিবর আকন (৪২), হানিফ মিয়া (২২), হাসান মিয়া (১৯) ও ইয়াসিনকে (১৮) গ্রেফতাররা করেছে। 

এদিকে লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন। তিনি জানান, সকাল থেকেই দিনব্যাপী ৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ২৯ মামলায় মোট ৭১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রতিনিধি জানান, লকডাউনে জনসাধারণকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে শহরে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে মানুষকে সচেতন করা হয় এবং নিয়ম অমান্য করে খোলা রাখা কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া, যানবাহন থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দেওয়া হয়।

পটুয়াখালী প্রতিনিধি জানান, গলাচিপার ডাকুয়ার চা-বিক্রেতা রুহুল আমিন মীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুর ১২টায় উপজেলার ডাকুয়া ব্রিজ বাজার সড়কে পাড়ডাকুয়া গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ওই বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, মাস্ক না পরা এবং মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৭ জনকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। একই সময় ৫০ জন পথচারীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ভোলা সংবাদদাতা জানান, জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়িতে গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বোরহানউদ্দিন পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে পানির পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ান পারভেজের (১৯) মৃত্যু হয়েছে। তিনি ছোটমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার বাসিন্দা বশির আহমেদের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর