বেনাপোলে কিস্তি আদায়কারীকে পুলিশে সোপর্দ
যশোরের বেনাপোলে করোনার সময়ে নিষেধ অমান্য করে জোরপূর্বক সমিতির কিস্তি আদায়ের অভিযোগে পরিতোষ মণ্ডল নামে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে সাদিপুর গ্রাম থেকে পৌর কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়। অভিযানে অংশ নেয় বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা আক্তার ও স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমানসহ কর্মকর্তারা।
বিজ্ঞাপন
পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লা আল মাসুম রনি বলেন, করোনার এ সময় বিধিনিষেধ মানতে মানুষ কাজ হারিয়ে এমনিতেই অসহায় হয়ে পড়েছে। জেলা প্রশাসক এ অবস্থার মধ্যে সমিতি ব্যবসায়ীদের গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ে নিষেধাজ্ঞা জারি করে।
তিনি আরও বলেন, কিন্তু নিষেধ অমান্য করে এনজিও সংস্থার সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে টাকা আদায়ে জোর করছিল। ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে টিএমএসএস নামে এক এনজিওর সদস্যকে ঘটনাস্থল থেকে ধরে পুলিশে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন বলেন, নির্দেশ অমান্য করে সমিতির কিস্তি আদায় করায় পৌর কর্তৃপক্ষ তাকে ধরে পুলিশে দিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির মধ্যে আর কিস্তি আদায়ে মানুষকে চাপ প্রয়োগ করবে না এ শর্তে মুচলেকা নিয়ে সমিতির কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেওয়া হয়।
আতাউর রহমান/এমএমআর