যশোর ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
যশোর ও চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৯ জানয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এবং বেলা ১১টার দিকে চাঁদপুরের পুরানবাজারে এ দুটি দুর্ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হয়েছেন।
যশোরে নিহত দুজন হলেন নড়াইলের শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মো. আছিয়ার মোল্যার ছেলে রানা মোল্যা (২৬)। অন্যজন নাসির হাওলাদার (২৫)। তিনি একই এলাকার হালিম হাওলাদারের ছেলে।
বিজ্ঞাপন
অন্যদিকে নিহত অন্যজন হলেন চাঁদপুরের রাজু (১৫)। সে চাঁদপুর পুরান বাজার পূর্ব জাফরাবাদ পাটোয়ারী পুল এলাকার ফারুক শেখের ছেলে।
যশোরের নওয়াপাড়া বাজারে শীতের পোশাক (ব্লেজার) কিনতে আসার পথে বেলা সাড়ে ১১টায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা গেলেন নড়াইলের ২ যুবক। যশোর-খুলনা মহাসড়কের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
যশোরের নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ও চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন দুর্ঘটনা দুটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে জানান, যশোরের নওয়াপাড়া বাজারে শীতের পোশাক (ব্লেজার) কিনতে আসার পথে বেলা সাড়ে ১১টায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা গেলেন নড়াইলের ২ যুবক। যশোর-খুলনা মহাসড়কের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে নিহত নাসিরের মামা মুজিবর রহমান জানান, আমার ভাগনে নাসির ও তার খালু রানা মোল্যা ব্লেজার ও কাপড় কেনার জন্য মোটরসাইকেলযোগে নওয়াপাড়ার বাজারে আসার পথে খুলনাগামী একটি আলুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে চাঁদপুরের পুরানবাজার পূর্ব জাফরাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইক উল্টে চালক রাজু (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চকিদার দোকান-সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোবাইকে থাকা সাইফুল (১৩) ও বাঁধন (১২) নামের দুই কিশোর আহত হয়েছেন।
শনিবার সকালে রাজু তার সহপাঠীদের নিয়ে তার নিজের চালিত একটি অটোবাইক নিয়ে ঘুরতে বের হয়। পরে সে নিজ বাড়ির উদ্দেশে ফেরার পথে পুরানবাজার পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চকিদার দোকান-সংলগ্ন স্থানে গেলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় রাজু অটোবাইকের নিচে চাপা পড়ে। তার সঙ্গে থাকা দুই সহপাঠী আহত হয়।
চাঁদপুর মডেল থানা পুলিশের ওসি মো. নাসিম উদ্দিন ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করে। পরে আমরা রাজুর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসাপালে পাঠিয়েছি।
নিহত রাজুর স্বজনরা জানান, শনিবার সকালে রাজু তার সহপাঠীদের নিয়ে তার নিজের চালিত একটি অটোবাইক নিয়ে ঘুরতে বের হয়। পরে সে নিজ বাড়ির উদ্দেশে ফেরার পথে পুরানবাজার পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চকিদার দোকান-সংলগ্ন স্থানে গেলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় রাজু অটোবাইকের নিচে চাপা পড়ে। তার সঙ্গে থাকা দুই সহপাঠী আহত হয়।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনএ