করোনাকালে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। ঘরবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও দুস্থ ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের পর এবার করোনা রোগীদের জন্য আরও একটি মানবিক উদ্যোগ হাতে নিয়েছে ছাত্রলীগ। 

এবার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
রোববার (৪ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

করোনা আক্রান্ত রোগীদের দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়া, মুমূর্ষু রোগীদের পরিবহনসহ জরুরি চিকিৎসাসেবায় দুটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টায় নিয়োজিত থাকবে। এজন্য চালু করা হয়েছে তিনটি হটলাইন নম্বর।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে পরিবহন সংকটে অনেক করোনা আক্রান্ত রোগী নিয়মিত হাসপাতাল বা মুমূর্ষু রোগীরা পড়েন বিপাকে। তাই জেলা ছাত্রলীগ অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে অসহায় রোগীদের সেবা দেবে। বিনা খরচে এ সেবা চলমান রাখবে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনান বলেন, কক্সবাজারের ৮টি উপজেলাসহ ৭১টি ইউনিয়নে এ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা দেবে। এছাড়াও করোনাকালে অসহায়দের পাশে দাঁড়াতে প্রত্যেক কর্মীকে নির্দেশনা দেয়া হয়েছে। কোনোভাবেই যেন বিপদে না পড়ে সেদিকে খেয়াল রাখছে ছাত্রলীগের কর্মীরা।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, সদর উপজেলার সভাপতি তামজিদ পাশা, ছাত্রলীগ নেতা মাইন উদ্দিন জনি, কাইছার মাহমুদ জয়, মুরাদ মাহমুদ চৌধুরী ও ইসমাম রফিকসহ অন্যান্য নেতারা।

মহিব/এমএএস