নোয়াখালীতে করোনা কাড়ল আরও ৩ জনের প্রাণ, শনাক্ত ১৪২
ফাইল ছবি
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫১ জন। নতুন করে আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩০৩ জন।
বৃহস্পতিবার (০৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
বিজ্ঞাপন
সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ২১ জন, সুবর্ণচরে ১৪ জন, বেগমগঞ্জে ২৭ জন, সোনাইমুড়ীতে ৭ জন, চাটখিলে ১২ জন, সেনবাগে ৯ জন, কোম্পানীগঞ্জে ২৭ জন এবং কবিরহাটের ২৪ জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩০৩ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ৬১৮ জন আর বিভিন্ন উপজেলার ৭ হাজার ৬৮৫ জন রয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৫১ জনের। যার মধ্যে সদরের ২৭ জন আর বিভিন্ন উপজেলার ১২৪ জন রয়েছেন।
হাসিব আল আমিন/আরএআর