শতাধিক অসহায়কে আপ্যায়ন করল র্যাব
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাবার বিতরণ করেন শ্রীমঙ্গল র্যাব-৯
শতাধিক ক্ষুধার্ত ও অসহায় মানুষকে দুপুরের খাবার বিতরণ করে আপ্যায়ন করেছে র্যাব-৯। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সেবা সাপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালনা করে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্প।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। হাওর অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেগুলো আমরা ক্রমান্বয়ে বাস্তবায়ন করব।
আফসান-আল-আলম, এএসপি, কমান্ডার, শ্রীমঙ্গল র্যাব-৯
বিজ্ঞাপন
রোববার (১০ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাবার বিতরণ করেন শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আফসান-আল-আলম। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ১২০ অসহায় নারী ও পুরুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ বিষয়ে কমান্ডার এএসপি আফসান-আল-আলম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। হাওর অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেগুলো আমরা ক্রমান্বয়ে বাস্তবায়ন করব।
বিজ্ঞাপন
১ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার পিজিসিবি জামে মসজিদে র্যাব-৯-এর কমান্ডার আহমেদ নোমান জাকীর নেতৃত্বে দোয়া মাহফিলের মাধ্যমে র্যাব সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে র্যাব।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমানসহ র্যাব সদস্যরা।
এনএ