কাভার্ড ভ্যান কেড়ে নিল ইউপি সদস্যের প্রাণ
আশরাফুল আলম টুলু (ফাইল ছবি)
ভোলার চরফ্যাশনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউপি সদস্য আশরাফুল আলম টুলু নিহত হয়েছেন। এ সময় মনির নামে আরও একজন আহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) দুপুরে চরফ্যাশন পৌর এলাকার শরীফপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
টুলু মেম্বার লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহে আলম কুট্টির দ্বিতীয় ছেলে। তিনি পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী জামাল খান জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টুলু মনিরকে নিয়ে মোটরসাইকেলযোগে চরফ্যাশন যাচ্ছিল। পৌর এলাকার শরীফপাড়ায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে টুলু ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ চরফ্যাশন থানায় নিয়ে গেছে পুলিশ।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম টুলু নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। এ সময় মনির হোসেন নামে আরও এক ব্যক্তি আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালক কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
এসপি