বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ টাকায় চিকিৎসাসেবা প্রদান করেছে শওকত হেনা ফাউন্ডেশন।

রোববার (১০ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সাহেদল মধ্যপাড়ায় ডাক্তারবাড়িতে ফাউন্ডেশনের উদ্বোধনী দিনে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় আট শতাধিক দুস্থ-অসহায় রোগীকে পাঁচ টাকা নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা প্রদান, রক্তের গ্রুপ নির্ণয় ও তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

সমাজসেবক আলহাজ নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসিরুজ্জামান সেলিম, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবুল হক, ফাউন্ডেশনের উদ্যোক্তা ব্যাংকার মিজান সিকান্দার রুশো প্রমুখ।

পাঁচ টাকায় আট শতাধিক দুস্থ-অসহায় রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়

দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদানে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্ব দেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. আতিক সিকান্দার সিজার। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সাবরিনা সুলতানা, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শফিউল আলম, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আরিফ আহমেদ জনি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সৈয়দ শাহরিয়ার নাজিম, ডা. এজিএম রায়হান ও ডা. ইফফাত পরাগ অংশ নেন।

সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন

চিকিৎসাসেবা কার্যক্রমে রোগীদের কাছ থেকে নামমাত্র নেয়া পাঁচ টাকাও দরিদ্র ও অসহায়দের কল্যাণেই ব্যয় করা হবে বলে জানান স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোক্তা মানবিকতায় কিশোরগঞ্জের সভাপতি ইমরান খান।

তিনি বলেন, এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফাউন্ডেশনের কার্যক্রম আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। প্রতিবছর এই দিনে একইভাবে উপজেলার অসহায় দুস্থদের স্বাস্থ্যসেবায় নানামুখী কার্যক্রম ফাউন্ডেশন হাতে নিবে। 

আরএআর