কুমিল্লায় ফ্রি চিকিৎসাসেবা সেনাবাহিনীর
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা দরিদ্র মানুষ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ছিন্নমূল ১ হাজার ২০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বারপাড়ার অলিরবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ে সেনা মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ২২ সদস্যের একটি দল এ সেবা কার্যক্রমের আয়োজন করে। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানে নেতৃত্ব দেন ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল শাহপার আকন্দ।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীরের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম পিএসসি, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন কাজী ফয়সল আহমেদ, ক্যাপ্টেন ফাইযা সোলাইমান, ক্যাপ্টেন আসিফ কবীর, লে. আ. সোবহানসহ প্রমুখ।
চিকিৎসা প্রদানের পাশাপাশি জনসাধারণের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্কসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
বিজ্ঞাপন
৩ বীরের অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা শীতকালীন প্রশিক্ষণ চলাকালে গরিব-অসহায় মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। স্বাধীনতার পর থেকেই জনগণের সঙ্গে সেনাবাহিনীর একটা আত্মিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক চলমান রাখার জন্যই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
এই করোনা মহামারিতে অনেক অসহায় মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। করোনা মহামারিতে তৃণমূল পর্যায়ে এই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্যাম্পের আয়োজন।
৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল শাহপার আকন্দ ঢাকা পোস্টকে বলেন, করোনা মহামারিতে আমরা অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিতে পারছি বলে আনন্দিত। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।
এই সময় সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু উপস্থিত ছিলেন।
এমএসআর