মা-মেয়েকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত
মানিকগঞ্জের মা-মেয়েকে নেশাদ্রব্য পান করিয়ে অচেতন করে ধর্ষণ করার দায়ের করা মামলায় আওলাদ হোসেন (৩২) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত আওলাদ হোসেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার উত্তরখানপুর এলাকার আকালীর ছেলে। আওলাদ পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৭ জুন রাতে ভুক্তভোগী নিজ বাড়িতে গিয়ে ওই মা ও মেয়েকে গরমের ওষুধ বলে প্রলুব্ধ করে নেশাজাতীয় দ্রব্য পান করায় ধর্ষক আওলাদ হোসেন। পরে অচেতন অবস্থায় মা ও মেয়েকে ধর্ষণ করে ভিকটিমের বাড়ি থেকে চলে যায়। পরে তাদের অচেতন ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।
বিজ্ঞাপন
এ ঘটনায় ২০১১ সালের ২ জুলাই আওলাদ, আয়নাল ও আমজাদকে আসামি করে শিবালয় থানায় মামলা করেন ভুক্তভোগী।
মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে আওলাদ হোসেন বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। অপরদিকে মামলার অন্য দুই আসামি আয়নাল হক ও আমজাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফারুক হাসান।
এমএসআর