দণ্ডপ্রাপ্ত মন্তাজুল আলম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছে‌লের দ্বিতীয় বি‌য়েতে অসম্মতি থাকায় কুড়াল দি‌য়ে মাকে কু‌পি‌য়ে হত‌্যার দা‌য়ে ছে‌লে‌কে ফাঁ‌সি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ড কার্যকরের আ‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপু‌রে কু‌ড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আ‌দেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মন্তাজুল আলম (৩৬) রাজারহাট উপ‌জেলার উমরপান্থাবা‌ড়ি গ্রা‌মের সোলায়মান আলীর ছে‌লে।

মামলার এজাহার থেকে জানা যায়, রাজারহাট উপ‌জেলার উমরপান্থাবা‌ড়ি গ্রা‌মের মন্তাজুল আলমের স্ত্রী তা‌কে ছে‌ড়ে চ‌লে যান। এতে মানসিক ভারসাম্যহীন হ‌য়ে প‌ড়েন মন্তাজুল।

২০২০ সালের ২০ মার্চ দুপু‌রে মন্তাজুল দ্বিতীয় বিয়ের দা‌বি‌তে মা‌ মে‌হেরজান বেগম মিনু‌কে (৫৮) চাপ দেন। এতে মা অসম্মতি জানান। ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে মা‌কে কু‌পি‌য়ে হত্যা করেন মন্তাজুল। স্থানীয়রা তাকে‌ পু‌লি‌শে দেয়।

এ ঘটনায় নিহ‌তের স্বামী সোলায়মান আলী বাদী হ‌য়ে ছে‌লে মন্তাজুল‌কে আসা‌মি ক‌রে রাজারহাট থানায় হত‌্যা মামলা ক‌রেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ছি‌লেন কুড়িগ্রাম আদালতের পি‌পি আব্রাহাম লিংকন। আসা‌মিপ‌ক্ষে আইনজীবী ছি‌লেন এরশাদুল হক শাহিন।

কুড়িগ্রাম আদালতের পি‌পি আব্রাহাম লিংকন বলেন, মাকে কু‌পি‌য়ে হত‌্যার দা‌য়ে ছে‌লে‌কে ফাঁ‌সি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ড কার্যকরের আ‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

এএম